অঙ্কশাস্ত্রের এক অনন্য বিস্ময় : বিদূষী এমি নোয়েদারের কাহিনী
বিশিষ্ট গণিতবিদ কার্ল থিওডর উইলহেলম উইয়ারস্ট্রাস বলেছিলেন, “একজন গণিতবিদের মধ্যে যদি সামান্যতম পরিমাণে হলেও কবিত্বপ্রতিভাকে খুঁজে পাওয়া না যায় – তবে সেই গণিতবিদ তখনও অবধি সার্থক গণিতবিদ হয়ে উঠতে পারেননি।” আজকে যাঁর কথা শোনাতে বসেছি, সেই মানুষটির সম্পর্কে আরেক গণিতবিদ নরবার্ট ওয়াইনার মন্তব্য করেছিলেন, “গণিতবিদ্যার ক্ষেত্রে তাঁর (এমি নোয়েদারের) অবদানের বিস্তৃতিকে একমাত্র মাদাম কুরির গবেষণার সঙ্গেই তুলনা করা চলে।” নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২৮)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 13 September, 2021 | 542 | Tags : Emmy Noether Noether’s Theorem Gottingen University Number Theory Series on Female Scientists